দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৬ জুলাই) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, “অধ্যাপিকা মাহমুদা বেগম একজন পরহেজগার ও গুণী নারী ছিলেন। শিক্ষক হিসেবে তিনি জ্ঞানের আলো বিতরণের মাধ্যমে জাতির সেবা করে গেছেন। তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।”
প্রসঙ্গত, রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে অধ্যাপিকা মাহমুদা বেগম মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি কর্মজীবনে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।