বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই রাষ্ট্র একটি স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাও দিতে পারেনি। বাসে চাপা পড়ে, হাসপাতালে চিকিতসার অভাবে, কিংবা লঞ্চ বা বিমান দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এখন আমাদের দাবি—স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা।”
স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, “আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ইংরেজিতে অনার্সধারী, বর্তমান মন্ত্রী বাংলায় অনার্স। দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সরকারে বসিয়ে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের নজির তৈরি করা উচিত ছিল। কিন্তু আজ আমরা দেখছি অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার হাতে একটি ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ হোসেন, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি প্রমুখ।
এর আগে দুপুর পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার রেলগেট এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করেন এনসিপি নেতারা।
পদযাত্রায় উপস্থিত ছিলেন—এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি, সহ আরও অনেকে।
সমাবেশ শেষে নেতারা ঘোষণা দেন—বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।