বিয়ানীবাজারে জনশক্তি ও সুধী সমাবেশ
বুধবার (২৩ জুলাই ২০২৫) বিকাল ৪টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এবং প্রশাসনের নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন আয়োজনের দাবি জানান।
জামায়াতের দৃষ্টিভঙ্গি
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী বিভেদের বাংলাদেশ চায় না। আমরা মানবিকতা ও ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়তে চাই। এজন্য দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।” তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় এলে যুব সমাজকে দক্ষ মানবশক্তি হিসেবে গড়ে তুলে দেশ গঠনে কারিগর হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, “জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। জামায়াতের ১১ জন নেতা ফাঁসির মঞ্চে হাসিমুখে প্রাণ দিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালাননি। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।” তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের দেশত্যাগের উল্লেখ করে বলেন, জামায়াতের নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেও দেশ ছাড়েননি, কারণ তারা দেশ ও জনগণকে ভালোবাসে।
দেশের সম্পদ ও চ্যালেঞ্জ
জামায়াতের আমির বলেন, “আমাদের দেশে প্রচুর সম্পদ রয়েছে, কিন্তু চারিত্রিক সম্পদের অভাবে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হয়নি। গত ৫৪ বছরে দুর্নীতি, টেন্ডারবাজি ও মাস্তানতন্ত্রে জনগণের দিকে কেউ তাকায়নি। আগামীতে এমন পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সমাবেশের বিবরণ
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর আমির কাজী জমির হোসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন ও মোহাম্মদ রুকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ নির্বাচনি আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম এবং জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন।
অন্যান্য বক্তার মধ্যে ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমির রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমির মোস্তফা উদ্দিন, আবুল খায়ের, আব্দুল হামিদ এবং সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি আদিল হোসেন।
জনতার উপস্থিতি
দুপুরের পর থেকে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখার খণ্ড মিছিল সমাবেশস্থলে পৌঁছে। বিপুলসংখ্যক লোকজনের উপস্থিতিতে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।