বাংলাদেশি নাগরিকেরা এখন থেকে ২১ বছর বয়সে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। পূর্বে ২৫ বছরের কম বয়সী কেউ নির্বাচন পর্যবেক্ষক হতে পারতেন না। এই পরিবর্তন এনে নির্বাচন কমিশন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ জারি করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষক হতে হলে ন্যূনতম উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পর্যবেক্ষক হওয়া যেত। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন—এই তিন দিনের জন্য পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক বলেন, “এবারের পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কমিশন পর্যবেক্ষক হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার মান বাড়িয়েছে এবং ন্যূনতম বয়স কমিয়েছে।”
এই নীতিমালার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্য নির্বাচন কমিশনের, বলে জানান তিনি।