ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। তিনি বলেন, “আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের স্বার্থ হাসিল করেছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি।”
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নীরব বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছলেও এর পূর্ণ বাস্তবায়ন এখনো বাকি।” তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “এই ষড়যন্ত্রকারীরা সফল হবে না। জনগণের সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। অচিরেই তিনি দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।” তিনি দেশের অভ্যন্তরে ও বিদেশ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন, “প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করুন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, মানুষের সঙ্গে মিশে তাদের মতামত নিয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ যেভাবে সন্ত্রাসী কায়দায় জনগণের ওপর প্রভাব বিস্তার করেছে, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সে ধরনের আচরণ করবেন না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন, জনগণের পাশে থাকতে। আমরা জনগণের মতামত নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সভাপতি মো. সোলায়মান, সুমন, সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।