সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর ২ নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানের শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব বেদীতে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯ দফা কর্মসূচি নিয়ে এগিয়ে চলা বিএনপি পরের বছরই সংসদ নির্বাচনে জয়ী হয়। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি চারবার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতীতে মানুষের কাছে সমাদৃত হয়েছে, এবং সেভাবে সমাদৃত হওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।”
চসিক মেয়র আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছেন। এ কারণে জনগণ তাকে গ্রহণ করেছে। ১৯৮১ সালে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে তিনি নিহত হলে বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বে বিএনপি তিনবার সরকার গঠন করে।”
তিনি আরও বলেন, “২০০৭ সালের জরুরি অবস্থার পর বিএনপি কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়। টানা দেড় দশক আওয়ামী লীগ বিএনপির ওপর দমন-পীড়ন চালায়। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে দুই বছর বন্দি করে রাখা হয়। তবুও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি।”
এ সময় উপস্থিত ছিলেন সন্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম প্রমুখ।