ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দীন জুয়েল রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে চলমান তীব্র পানির সংকট নিরসনে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। শুক্রবার (২৫ জুলাই) তিনি নিজ অর্থায়ন ও উদ্যোগে এলাকার বিভিন্ন পয়েন্টে পাঁচটি অস্থায়ী পানির ট্যাংক স্থাপন করে কালাচাঁদপুরবাসীর পানির সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জুয়েলের এই মানবিক উদ্যোগে পানির সংকটের সাময়িক সমাধান হওয়ায় কালাচাঁদপুরের বাসিন্দারা ব্যাপকভাবে সন্তুষ্ট ও আনন্দিত।
এই উদ্যোগ প্রসঙ্গে শরিফ উদ্দীন জুয়েল কালবেলাকে জানান, গত কয়েক দিন ধরে গুলশান থানার কালাচাঁদপুরে তীব্র পানির সংকটে এলাকাবাসী অসহায় অবস্থায় ছিলেন। এমন পরিস্থিতিতে পানির সংকট নিরসনে তিনি নিজ উদ্যোগে কালাচাঁদপুরের বিভিন্ন পয়েন্টে পাঁচটি অস্থায়ী পানির ট্যাংক বসিয়েছেন।
তিনি আরও বলেন, “বিএনপি গণমানুষের দল। মানুষের জন্যই বিএনপির রাজনীতি। মানুষের সুখে-দুঃখে এই দলটি সব সময় তাদের পাশে থাকে। তাই কালাচাঁদপুরবাসীর তীব্র পানির সংকট নিরসনে আমি এই উদ্যোগ নিয়েছি।”
জুয়েল জানান, পানির পাম্পের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।