নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান মনিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্য পদসহ আহ্বায়ক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দীর্ঘদিন ধরে তদন্তাধীন ছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।