মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার পার্টি’ আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক রহমান বলেন, ‘নির্বাচন পদ্ধতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের বলব, কোনো কারণে যদি নির্বাচন না হয়, তবে তার সমস্ত দায় তাদেরকেই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো জাতি শোকাভিভূত ও মর্মাহত। এই বিপদে আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না।’
বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদ হিসেবে কবুল করার পাশাপাশি আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন লায়ন ফারুক। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
‘আমার দেশ আমার অধিকার পার্টি’র সভাপতি শেখ সাখাওয়াত হোসেন তানজিলের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব।
এ সময় এনডিপির (একাংশ) চেয়ারম্যান কারি আবু তাহের, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।