বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম ব্যবহার করে সম্প্রতি একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিজ্ঞপ্তিতে দলটির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম উল্লেখ করে একটি সতর্কীকরণ নোটিশ প্রকাশ করা হয়, যা বিএনপি কর্তৃপক্ষ সম্পূর্ণ অস্বীকার করেছে।
ভুয়া বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপি ও এর অনুমোদিত ১১টি সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠন বৈধ নয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জিয়া পরিবার এবং তারেক রহমানের নাম ব্যবহার করে সংগঠন গঠনের অভিযোগও তোলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অননুমোদিত সংগঠনগুলো বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। বিএনপির অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন হলো: ১. জাতীয়তাবাদী যুবদল ২. জাতীয়তাবাদী ছাত্রদল ৩. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪. জাতীয়তাবাদী শ্রমিক দল ৫. জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ৬. জাতীয়তাবাদী কৃষক দল ৭. জাতীয়তাবাদী মহিলা দল ৮. জাতীয়তাবাদী ওলামা দল ৯. জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ১০. জাতীয়তাবাদী তাঁতী দল ১১. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত তালিকার বাইরে অন্য যেকোনো সংগঠন অননুমোদিত ও অবৈধ। এমন সংগঠনের নামে কেউ পদ বা পরিচয় ব্যবহার করে প্রচার চালালে বিএনপি তা স্বীকার করবে না। তবে, বিএনপির কেন্দ্রীয় দপ্তর এই বিজ্ঞপ্তিকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। দলটির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী জাগো নিউজকে জানান, “এই প্রেস বিজ্ঞপ্তি সঠিক নয়। এটি বিএনপির অনুমোদিত দপ্তর বা প্রচলিত কোনো মাধ্যমে প্রকাশিত হয়নি। এটি উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।” সাধারণত বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ইমেইল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করা হয়। কিন্তু এই ভুয়া বিজ্ঞপ্তি সেসব প্রক্রিয়া অনুসরণ করেনি। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তি এই বিজ্ঞপ্তি শেয়ার করেছেন এবং কয়েকটি গণমাধ্যমেও এটি প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে সবাইকে বিভ্রান্ত না হওয়ার এবং তথ্য যাচাই-বাছাই করে প্রচারের আহ্বান জানানো হয়েছে।রবিবার, ৬ জুলাই, ২০২৫
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ব্লগার মন্তব্
- ফেইসবুক মন্তব্য