নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাত্র-জনতার চলমান আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে দেড় হাজারের বেশি মানুষ হত্যার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে জুলাই-আগস্টে মাত্র ২০ দিনে দেড় হাজার মানুষকে হত্যা করেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না।”
রোববার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ২০১১ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ, গণজাগরণ দলের সভাপতি হাবিব আহমেদ আশিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনির, ইসমাইল হোসেন সিরাজীসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা ২০১১ সালের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।