বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সকল এমপি, মন্ত্রী ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এছাড়া, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গত বছর জুলাই-আগস্টে শত শত সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করেছিল। কিন্তু হাজার শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-জনতার বিপ্লব সফল হয় এবং স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
তিনি আরও বলেন, “এক বছর পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার বিচার এখনো হয়নি। জনগণ খুনি হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানাচ্ছে। আওয়ামী লীগকে দেশের কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। যারা তাদের রক্ষা করতে এগিয়ে আসবে, তাদের বিরুদ্ধেও আন্দোলন চলবে।”
“জুলাই-আগস্ট বিপ্লব”-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ঢাকা মহানগর শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা জালালুদ্দীন এই বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়া, মাওলানা এনামুল হক মুসা, ফয়সাল আহমদ ও মুহাম্মদ আব্দুল আজিজ। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পল্টন, বিজয়নগর হয়ে পানির ট্যাংকের মোড়ে গিয়ে মাওলানা আতাউল্লাহ আমিনের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
এছাড়া, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল (১৭ জুলাই) দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়েছে।