গতকাল যেটা হয়েছে আমি ব্যক্তিগত ভাবে সেটার বিপক্ষে। সকল প্রকার রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে। কেন হাসনাত, সার্জিস, নাহিদের উপর হামলা হবে? কেনই বা আবার প্রশাসন দিয়ে প্রতিহত করে লাশ ফেলাইতে হবে? এই লাশের রাজনীতি বাংলাদেশে আর কত?
অভূত্থান হয়েছে স্বাধীন ভাবে মত প্রকাশের জন্য, স্বাধীন ভাবে রাজনীতি করার জন্য। সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য। সকলে মিলে বাংলাদেশ বিনির্মাণের জন্য। যেই বাংলাদেশে থাকবেনা কোন মব তন্ত্র, থাকবে কোন স্বৈরাচারী পদক্ষেপ, থাকবেনা কোন গুম-খুনের রাজনীতি, থাকবেনা কোন চাঁদাবাজী, থাকবেনা কোন বৈষম্য। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল কেন সহিংস? কেন সবাই বার বার রাজনীতির নামে সাধারণ মানুষের দূর্ভোগ তৈরি করেন। যারা প্রকৃত দোষী তদের বিচার সব সময় কামনা করি। দয়া করে কোন রাজনৈতিক দল কোন উগ্র কার্যক্রম ছড়াবেন না। সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মন দিন। জনগন সিদ্ধান্ত নিবে করা রাজনীতি করবে, কারা করবে না।
কোন রাজনৈতিক দল বা একক কোন গোষ্ঠীকে কেন সিদ্ধান্ত নিতে হবে। কোন দল রাজনীতি করবে আর কোন দল করবে না। দেশের আইনের শাসন আবার কেন ভঙ্গুর হচ্ছে? এগুলো কি কোন জবাব আছে? মুজিববাদ মুর্দাবাদ, জিয়াবাদ মুর্দাবাদ, জামায়াত বাদ মুর্দাবাদ, এনসিপিবাদ মুর্দাবাদ বা রাজাকার এই ধরণের স্লোগান বাদ দিয়ে দেশ গড়ার জন্য সকল রাজনৈতিক দল এক সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করুন।
আমরা বাঙ্গালী সবার আগে আমরা বাংলাদেশী প্রতিটি রাজনৈতিক দল দলীয় স্বার্থের উর্দ্ধে দেশ ও জনগণের স্বার্থ নিয়ে কাজ করলে দেশে সকল প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, গুম-খুন ও লাশের রাজনীতি থেকে বের হওয়া সম্ভব। তবেই ভালো থাকবে বাংলাদেশ, তবেই ভালো থাকবে জনগণ তবেই ভালো থাকবো আপনি, আমি আমরা সকলে।
চিঠিঃ
মোঃ সাদেকুল ইসলাম
সোশ্যাল এক্টিভিস্ট এবং রাজনীতি বিশ্লেষক