সোমবার, ২৮ জুলাই, ২০২৫

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব হস্তান্তর নিশ্চিত, নির্বাচনের প্রস্তুতি জোরদার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দায়িত্ব হস্তান্তর হবে। সোমবার (২৮ জুলাই) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, “একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই দায়িত্ব হস্তান্তর হবে। ক্ষমতায় যেই আসুক। অন্য কোনো উপায়ে ক্ষমতা দখলের ফন্দি-ফিকির ৫ আগস্টের মতোই প্রতিরোধের মুখে পড়বে।”

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৬০ হাজার সেনা সদস্য মাঠে থাকবেন। এছাড়া, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। গুজব ও ভুয়া তথ্য রোধে ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে কাজ চলছে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

এর আগে, সোমবার সকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষা করেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তাদের আলোচনায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, কাউন্টার টেরোরিজম, নির্বাচনের প্রস্তুতি এবং ঐকমত্য কমিশনের সংলাপের বিষয় উঠে আসে। এ সময় ড. ইউনূস মার্কিন প্রতিনিধিকে জানান, তার সরকার সন্ত্রাসীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.