ঢাকা, ৭ জুলাই ২০২৫: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রশ্নে ভিন্নমত প্রকাশিত হলে কমিশন প্রস্তাব সংশোধন করে পুনরায় উপস্থাপনের চেষ্টা করছে। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দশম আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছানোর প্রবণতা লক্ষ্য করা গেছে বলে জানান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “দলগুলো কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিচ্ছে, তাই কমিশন তাদের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা করছে।” আজকের বৈঠকের আলোচ্যসূচিতে ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব।
অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রথম পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য আনা হয়নি। তিনি বলেন, “ঐকমত্যের স্বার্থে কমিশন নমনীয় অবস্থান গ্রহণ করছে।” উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল ভিন্নমত প্রকাশ করায় কমিশন প্রস্তাবটি সংশোধন করে পুনরায় উপস্থাপন করেছে। এছাড়া, বহুত্ববাদের প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর আপত্তির কারণে কমিশন পরবর্তীতে এটি বাদ দিয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সময় সীমিত। রাজনৈতিক দলগুলোর নিজস্ব কর্মসূচি থাকলেও আমরা অনুরোধ করছি, যতটা সম্ভব আলোচনায় অংশ নিয়ে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করুন।”
আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। বৈঠকটি সঞ্চালন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া।