রোববার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান। জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের কার্যক্রমের মাত্র ৫-১০ শতাংশ প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে মিল রয়েছে। বাকি ৯০ শতাংশ কাজই ব্যক্তি গঠনের জন্য। এই নীতি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা (হার্ড ও সফট স্কিল) এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কনসেপ্ট হলো, ছাত্রশিবিরের সদস্য শুধু ভালো ছাত্রই হবে না, বরং পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে।’
শিবির সভাপতির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ছাত্রশিবিরের মূল লক্ষ্য হলো নৈতিক ও দক্ষ মানুষ গড়ে তোলা, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।