রাজধানী ঢাকায় বিশেষ অভিযানে সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার এই গ্রেফতারের ঘটনা ঘটে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। এর আগে, শনিবার সকাল থেকে রোববার (৩ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।