গ্রেপ্তার হওয়া রিয়াজ মাহমুদ খান ওরফে মিল্টন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে নগরের কাউনিয়ার বাগানবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সগির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর রিয়াজ মাহমুদ খানকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি লিটন সিকদার হত্যা মামলার ৫ নম্বর আসামি।
এর আগে, ৩১ জুলাই রাতে নগরের উপকণ্ঠ কাশিপুরের পূর্ব বিল্ববাড়ি এলাকায় লিটন সিকদারের বাড়িতে দেড় থেকে দুই শতাধিক লোক হামলা চালায়। এ সময় লিটন সিকদার ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা ও কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা বাড়িতে আগুনও ধরিয়ে দেয়। ঘটনাস্থলেই নিহত হন লিটন সিকদার। আহত হন তাঁর মা, ভাই ও বোন।
এ ঘটনায় লিটনের বোন মুন্নি বেগম ১ আগস্ট বরিশাল নগরের বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, লিটন সিকদার হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।