বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন আমরা পেরিয়ে এসেছি। আমরা সাম্যের রাজনীতি করি। ধর্মীয় সম্প্রীতির সাথে সকলে সমানভাবে নগরকান্দা-সালথার মাটিতে বসবাস করব। শিক্ষা, স্বাস্থ্যসহ রাষ্ট্রীয় সকল বিষয়ে সকলে সমান সুবিধা পাবে।’ তিনি আরও বলেন, ‘দেশে বিভিন্ন মত ও ধর্মের মানুষ বসবাস করে। সকলেই বাংলাদেশের পতাকাতলে বাংলাদেশি পরিচয়ে থাকব। এর চেয়ে বড় পরিচয় আর নেই।’
শনিবার (১৬ আগস্ট) বিকালে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে। পূজা মন্ডপে হামলা হয়েছে। বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির কোনো চেতনা ছিল না। তাদের একমাত্র চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা। তারা হিন্দুদের জুজুর ভয় দেখিয়ে বলেছে, নৌকায় ভোট না দিলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। এই জুজুর ভয় থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদের বোন হিসেবে সারা জীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব।’
তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও কোনো মানুষের উপর নির্যাতন সমর্থন করে না। খুন-গুম সমর্থন করে না। আওয়ামী লীগ যাকে ইচ্ছা তাকে মেরেছে, খুন করেছে, গুম করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভাই-ভাই, বোন-বোন হয়ে থাকতে পারি। আজকের দিনে এই প্রতিজ্ঞা করতে হবে।’
শামা ওবায়েদ আরও জানান, ‘গত ১৭ বছর আমরা নিষ্পেষিত হয়েছি। আমি প্রতি বছর আওয়ামী লীগের দুঃসময়ে আপনাদের অনুষ্ঠানে আসার চেষ্টা করেছি। কিন্তু যখনই চেষ্টা করেছি, তখনই এ এলাকার বিনা ভোটের এমপি পুলিশ দিয়ে আমার নেতাকর্মীদের এবং হিন্দু ভাই-বোনদের হয়রানি করেছে। আমি যাতে আসতে না পারি, আনন্দ ভাগাভাগি না করতে পারি, সেই চেষ্টা তারা করেছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের রনদা প্রসাদ এবং গোসাই দাস প্রমুখ।