বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব শহীদ (৫৫) উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের বাসিন্দা এবং মৃত দলিল উদ্দিন ফরাজীর ছেলে। তিনি বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এবং জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য ছিলেন।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী গোলাম সরোয়ার জানান, খুলনা থেকে একটি ফুটবল দলের খেলোয়াড়দের নিয়ে মাইক্রোবাসটি পটুয়াখালীর বগা উপজেলার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মাধবপাশা বাজারে স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করে। খেলোয়াড়দের বিকল্প ব্যবস্থায় বগায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আটককৃত মাইক্রোবাস চালক মনিকান্ত হালদার (৪০) খুলনার খালিসপুর ২ নং মেডিগেট এলাকার বাসিন্দা মনিন্দ্রনাথ হালদারের ছেলে। মাইক্রোবাসটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।