মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী ক্লাবে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিল যৌথবাহিনীর একটি দল।
আটককৃতদের মধ্যে আজগর আলী ছাড়াও রয়েছেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কালিবাড়ি এলাকার রক্ষিত বিশ্বজিৎ, সবুর খান বীর বিক্রমের ছেলে মো. শাহ আলম খান মিঠু, দিঘুলিয়ার জসিম উদ্দিন, বাঘিলের গোলাম মাওলা, থানাপাড়ার শাহিন আহমেদ, আবু জাফর খান, বিশ্বাস বেতকার মো. আব্দুর রশিদ, আকুর টাকুর পাড়ার মঈন খান, করটিয়ার মোস্তফা কামাল, সাবালিয়া এলাকার বিশ্বনাথ ঘোষ, একে এম মাসুদ, শিপন, মহব্বত আলী, আশিকুর রহমান, রফিক, আখতারুজ্জামান, এস এম ফরিদ আমিন, কবির হোসেন, মোশারফ উদ্দিন, রফিকুল, বিশ্বজিৎ, হাসান আলী, হাবিল উদ্দিন, জাহিদ, প্রিন্স খান, সৈয়দ শামসুদ্দোহা, সাদেকুর, সেলিম, শাহ আলম, সিরাজুল, শফিক, আরমান ও শামসুল হক।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাতে যৌথবাহিনী শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক করে এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।