বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমির খসরু আরও বলেন, “বিপ্লবোত্তর যেসব দেশে দ্রুত নির্বাচন না হয়ে দাবি আদায়ে ব্যস্ত সময় কাটিয়েছে, সেসব দেশে গৃহযুদ্ধ লেগে আছে। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে দেশের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পড়বে।” তিনি সতর্ক করে বলেন, এই পরিবর্তন ধরে রাখতে না পারলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ভবিষ্যত ভালো হবে না।
সেমিনারে তিনি জনগণের ঐক্য ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আন্দোলনের ফলাফলকে কাজে লাগিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে, নইলে সুযোগ হারানোর ঝুঁকি রয়েছে বলে মনে করেন তিনি।