বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো. সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারের আদেশ কার্যকর করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিল্লাল হোসেন তালুকদারকে বহিষ্কারের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সব পর্যায়ের নেতা এবং রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাদের তার সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হলো।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিল্লাল হোসেন তালুকদারের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত দলীয় পরিসর থেকে চিরতরে বন্ধ হয়ে গেল।