শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রাথমিকভাবে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু নিজেদের সংশোধন না করায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মান্নান হোসেন শাহীন ও জহিরুল ইসলাম অপুর বিরুদ্ধে কাঁটাসুর নামার বাজার দখল, ফুটপাত নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।