কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার মিছিল করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়।
হাজারের বেশি নেতাকর্মী নাবিস্কো থেকে তিব্বত এলাকায় মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া লোকজন ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’—সহ বিভিন্ন স্লোগান দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সকালে জিএমআই মোড় থেকে কিছু লোক বের হয়েছিল, মিছিল করতে দেওয়া হয়নি। এসময় ছাত্রলীগের নিয়ামুল হাসানকে আটক করা হয়। পরে দুপুরে নাবিস্কো থেকে আবারও মিছিল করা হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, দুপুর ২টার দিকে প্রায় দুই হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করেছে।
এছাড়া ধানমন্ডিতে কয়েকশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, বিষয়টি যাচাই করা হচ্ছে।
এর আগে ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনের সড়ক পর্যন্ত মিছিল দেখা যায়। এছাড়া সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ করেন।
গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দেশে ছেড়ে ভারতে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন পর, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।