মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জামায়াত আমির ডা. শফিকুর রহমান: ‘জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের পথে লড়তে চাই, শাসক নয় সেবক হিসেবে জনগণের পাশে থাকবো’

খুলনার দাকোপ উপজেলায় মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) সকালে এক পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের পথে লড়তে চাই। রক্তের চাদর নিয়ে আল্লাহর কাছে যেতে চাই। অতীতে অনেক শাসন দেখেছি। সেগুলো শাসন ছিল না, ছিল শোষণ। সুতরাং আমরা দেশ সেবার সুযোগ পেলে শাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই।”

চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের কথা তুলে ধরে বলেন, “আমরা চব্বিশে একজন আবু সাঈদকে হারিয়েছি। ২০২৫ সালে এসে আরো এক আবু সাঈদকে হারালাম। এভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের নিজের কাছে নিয়ে যান।” তিনি আরও বলেন, “চব্বিশের গণ-আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশে যোগ দিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যাদের জীবন চলে গেছে, তাদের সবাইকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নেন।”

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে বক্তৃতাকালে দু’বার পড়ে গিয়েও মনোবল হারাননি। চিকিতসকের পরামর্শ থাকলেও তিনি বিশ্রামে না থেকে দাকোপের শহীদ আবু সাঈদের বাড়িতে চলে এসেছেন। এমন একজন মানবিক নেতার শাসন দেশবাসী দেখার অপেক্ষায় আছে।”

পথসভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জি এম আখতারুজ্জামান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

এদিন সকাল ১০টার দিকে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে দাকোপে পৌঁছে মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাত করে সান্ত্বনা দেন। তিনি বলেন, “আমরা আবু সাঈদের অভাব পূরণ করতে পারবো না, তবে সাধ্য অনুযায়ী পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।” এরপর তিনি পথসভায় বক্তৃতা শেষে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা হন, যেখানে তিনি শহীদ মোস্তাফিজুর রহমান কলমের বাড়ি পরিদর্শন করবেন। তারপর রংপুর ও সুনামগঞ্জ হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জুলাই রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২) শাহাদতবরণ করেন। এ সময় জামায়াত কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন গুরুতর আহত হন।
এছাড়া, ডা. শফিকুর রহমান ওইদিন জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে যান এবং তাদের সেবায় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.