বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কার্যকর কর্মসূচি গ্রহণ করবে। এই ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দলটি দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার বিকালে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন তিনি। ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল: অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন’ শীর্ষক এই আয়োজনে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা শিশুদের শ্রমের দিকে ঠেলে দিচ্ছে। তবে ইএসডিও ঠাকুরগাঁওয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি মনে করেন, এই মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে শিশুশ্রম নিরসন সম্ভব।
তিনি আরও বলেন, “শিশুশ্রম কোনো সভ্য সমাজে কাম্য নয়। বিএনপি সবসময় শিশু অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ ধরনের কার্যক্রমে সবসময় সহযোগিতা করে যাব।”
ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম এবং জাতীয় শিশুশ্রম নিরসন পর্যবেক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ।