শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলের প্রয়াত নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এই স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
ড. মঈন খান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পরিবার দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হরণ করেছে। তারা অর্থপাচার ও লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ ধ্বংস করেছে।” তিনি আব্দুল মতিন চৌধুরীকে ‘আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা’ আখ্যায়িত করে বলেন, “মতিন চৌধুরী শীতলক্ষ্যা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, যা আজ রাজধানীর সঙ্গে রূপগঞ্জের যোগাযোগকে সহজ করেছে। কিন্তু দুঃখজনকভাবে এই ব্রিজে তার নামের কোনো উল্লেখ নেই। বিএনপি ক্ষমতায় এলে এই ব্রিজটি আব্দুল মতিন চৌধুরীর নামে নামকরণ করা হবে।”
স্মরণসভায় প্রয়াত নেতার অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ড. মঈন খান জোর দিয়ে বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ ও সহঅবস্থানের মাধ্যমে দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।