বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলটি নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় রয়েছে। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এমন ব্যবস্থা করতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়ে বাধা দেওয়ার জন্য আইনবহির্ভূতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া সারাদেশে বিভিন্ন স্থানে একইভাবে আইনবহির্ভূত মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগ তুলেছেন তিনি।