এর আগে রোববার (১৭ আগস্ট) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার আরেকটি ফোনালাপের অডিও ফাঁস হয়।
প্রকাশিত ৫ মিনিট ২৬ সেকেন্ডের এই ফোনালাপে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, এই দলটির তার আর কোনো প্রয়োজন নেই। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার আমি একটারেও ছাড়ব না।’
এই ফোনালাপটি গত বছরের জুলাই মাসের, যখন দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। ফোনালাপে শেখ হাসিনাকে নানককে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা।’ নানক জবাবে বলেন, ‘জি বলব।’
শেখ হাসিনা এরপর জিজ্ঞেস করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও (সেন্টু) তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটিকয়েক ছেলে, এ ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।’
নানক আরও বলেন, ‘কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে।’ জবাবে শেখ হাসিনা তাকে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়ব না।’ নানক তখন বলেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’
এই ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগেও শেখ হাসিনার একাধিক ফোনালাপ ফাঁস হয়েছে, যা রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে।