প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শাখার ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনীত হয়েছেন মো. মহিউদ্দিন খান।
এই প্যানেলে চারজন নারী শিক্ষার্থী স্থান পেয়েছেন, যা বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা। তিনি সুফিয়া কামাল হলের ২০২১-২২ সেশনের আবাসিক শিক্ষার্থী। কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী উম্মে সালমা, যিনি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী। এছাড়া সদস্য পদে লড়বেন ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না (২০১৯-২০ সেশন) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার, যিনি কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থী।
প্যানেলে আরও উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. ইকবাল হায়দার। এছাড়া প্যানেলে একজন হিন্দু শিক্ষার্থী, একজন চাকমা শিক্ষার্থী, একজন জুলাই আন্দোলনের যোদ্ধা যিনি চোখ হারিয়েছেন এবং একজন প্রতিবন্ধী শিক্ষার্থী স্থান পেয়েছেন, যা ছাত্রশিবিরের প্যানেলে বৈচিত্র্য ও ঐক্যের প্রতিফলন ঘটিয়েছে।
সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতারা জানান, তাদের প্যানেল থেকে নির্বাচিত হলে তারা নারী শিক্ষার্থীদের হলে বৈদ্যুতিক পাখা বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেজিস্ট্রার অফিসের ডিজিটালাইজেশন, নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ, শতভাগ আবাসন সুবিধা, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, ডিজিটাল লাইব্রেরি ও স্মার্ট ক্লাসরুম, দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন, মেডিকেল সেবার উন্নয়ন এবং ক্যারিয়ার গাইডেন্স ও স্কিল ট্রেনিং নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ছাত্রশিবিরের নেতারা আরও বলেন, তারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা ক্যাম্পাসে গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা এবং সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট, যাচাই-বাছাই ২০ আগস্ট, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২১ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।