হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এখানে আমাদের অনেক ভাই-বোন আন্দোলনে অংশ নিয়েছিলেন। অনেকের গায়ে রাবার বুলেটের চিহ্ন রয়েছে। এখানে অনেক শহীদ পরিবার উপস্থিত আছেন। এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে কাঁদলেন। কারো তো কোনো উন্নতি হয়নি। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে, জনগণ জানতে চায়।’
তিনি আরও বলেন, ‘একটি দলের এক নেতা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বক্তব্যে চাঁদাবাজ বলছেন। কাকে চাঁদাবাজ বলেন, আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা-নেত্রীরা তাদের দিকেই আঙুল তুলে বলছেন, এরা বিশ্ব চাঁদাবাজ। আমরা তো এটা বলিনি। ওরা তো আপনাদের ঘরের লোক, ঘরের খবর তারা বেশি জানে। তারা আরও বলেছে, আগে আপনারা রিকশায় চড়তেন, এখন দামি গাড়িতে চলেন।’