ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলের নীতি, আদর্শ ও নৈতিকতার অভাবকে কারণ হিসেবে উল্লেখ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পদত্যাগকারী নেতারা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলা প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য মো. কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, “আমরা এই দলের সদস্য হিসেবে বেশ কিছুদিন ধরে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে আমরা এনসিপির সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কারা, কেন পদত্যাগ করেছেন, সে সম্পর্কেও তার কোনো তথ্য নেই।