টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুর রাজ্জাককে নাশকতার মামলায় গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। আব্দুর রাজ্জাক (৪০) ফলদা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ভূঞাপুর থানা সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর (সোমবার) রাতে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নাশকতার একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতারের পর টাঙ্গাইল সদর থানায় পাঠানো হয়েছে।