ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একই দিনে দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এছাড়া, ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হবে। ৪ সেপ্টেম্বর বিএনপি বৃক্ষরোপণ, মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করবে। এরপর ৫ সেপ্টেম্বর ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি গোলটেবিল আলোচনার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ‘জাতীয় উদযাপন কমিটির’ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।